সাতক্ষীরার ডায়েরি খ্যাত সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী (৭৪) আর নেই।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা শহরের কাটিয়া ধোপাপুকুর এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত সুভাষ চৌধুরীর ছেলে চন্দন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরার সাংবাদিকতার প্রবাদ পুরুষ সুভাষ চৌধুরীর কাছে হাতে খড়ি হয়েছে অনেক সাংবাদিকের। একাধারে তিনি ছিলেন একজন সফল শিক্ষক। সাংবাদিকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল তথ্য ভাণ্ডার। এজন্য ‘সাতক্ষীরার ডায়েরি’ নামে পরিচিতি ছিলেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত ৩০ মে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন প্রবীণ এই সাংবাদিক।
চন্দন চৌধুরী জানান, হার্ট, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত কয়েক মাস শয্যাশায়ী ছিলেন সাংবাদিক সুভাষ চৌধুরী। বাড়িতেই চলছিল তার চিকিৎসা।
এদিকে, সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম