মামার ঘের থেকে মাছ চুরি, দেখে ফেলায় পাহারাদারকে হত্যা
বাগেরহাট সদর উপজেলায় আব্দুর রাজ্জাক শেখ (৪৫) নামের এক পাহারাদারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘের থেকে মাছ চুরির সময় দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করেন মালিকের ভাগনে আব্দুল্লাহ হাওলাদার (২৮)। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।
তিনি বলেন, মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার কুচিবগা খাল থেকে আব্দুর রাজ্জাক শেখের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে পাহারাদার হিসেবে কাজ করতেন। ওইদিন রাতে অভিযান চালিয়ে ঘের মালিকের ভাগনে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন আব্দুল্লাহ ওই ঘের থেকে মাছ চুরি করতে যায়। চুরির বিষয়টি দেখে ফেলায় রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করেন আব্দুল্লাহ।
এসজে/জিকেএস