ধুনটের হালনাগাদ তথ্য নেই সরকারি ওয়েবসাইটে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

সরকারের বিভিন্ন সেবা প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে ২০১৪ সালে চালু হয় ওয়েবপোর্টাল বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। এতে জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। কিন্তু ওয়েবসাইটে বগুড়ার ধুনট উপজেলায় ঢুকলে মিলছে না হালনাগাদ তথ্য। নেই বেশিরভাগ ইউনিয়নেও।

অনুসন্ধানে দেখা গেছে, ওয়েবসাইটে একটি পৌরসভা, ১০টি ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলার দপ্তরগুলোতে রয়েছে শতাধিক ক্যাটাগরি। এসব ক্যাটাগরির অধিকাংশই পুরানো। নেই হালনাগাদ কোনো তথ্য। এছাড়া দপ্তরের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য নেই অধিকাংশ ক্যাটাগরিতে। তাই এখনো প্রয়োজনের স্বার্থে সেবাপ্রার্থীদের ছুটতে হচ্ছে দপ্তরে দপ্তরে। এতে নষ্ট হচ্ছে সময় ও অর্থ। সরকারি সেবার বিভিন্ন তথ্য সাধারণ মানুষ না জানায় মাঠ পর্যায়ে দুর্নীতিও বাড়ছে।

মোস্তারি তাবাচ্ছুম শিথিলা নামে এক শিক্ষার্থী জানান, ‘দেশ এখন ডিজিটাল, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তিতে নির্ভরশীল। তবে ওয়েবসাইটের উপজেলা ক্যাটাগরিতে কোনো তথ্য নেই। বিশেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উন্নয়নমূলক কাজের কোনো তথ্য নেই।’

সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবন বলেন, ‘উপজেলার কোনো কোনো ইউনিয়নের তথ্যই নেই। ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর নেই। সংবাদ তৈরির কাজে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি প্রায়ই সময় বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। কিন্তু ওয়েবসাইটে তথ্য থাকে না বলে সংগ্রহ করতে সমস্যা হয়।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ধুনট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রেজাউল হক মিন্টু বলেন, ‘ওয়েবসাইটে রাখলে সরকারি ফাইল নষ্ট ও গায়েব হওয়ার সুযোগ থাকবে না। ওয়েবসাইটে সব তথ্য হালনাগাদ করলে সবাই দেখতে পারবেন, দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না। তাই ওয়েবসাইটে তথ্য হালনাগাদের অনুরোধ জানাই।’

এ বিষয়ে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, উপজেলার সব ওয়েব পোর্টাল হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে সমস্ত ওয়েব পোর্টাল হালনাগাদ হয়নি সেগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।