মুন্সিগঞ্জে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা ট্রলার থেকে এসব তেল জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানা গেছে।

আটকরা হলেন- পটুয়াখালীর মহিপুর থানার তাহেরপুর গ্রামের আবু সত্তার সরদারের ছেলে মো. জলিল সরদার (৪২) ও লক্ষ্মীপুরের কমলনগর থানার চর ফলকন গ্রামের নবীর হোসেনের ছেলে মো. তারেক রহমান (১৯)।

শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। সেখানে ট্রলারের বাংকার থেকে প্রায় ১৪ হাজার ও ড্রামভর্তি আট হাজারসহ মোট ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এসময় দুই তেল চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, আইনি ব্যবস্থা নিতে জব্দ ডিজেলসহ আটকদের মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।