বেনাপোলে এক কেজি ৬০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক কেজি ৬০ গ্রাম ওজনের বড় একটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আশা (২৮) ও একই এলাকার নামাজ গ্রামের মৃত কালাম উদ্দিনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭)।

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। পরে সিটের মধ্যে লুকিয়ে রাখা এক কেজি ৬০ গ্রাম ওজনের একটি বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসময় প্রাইভেট কারটি জব্দ করে আশা ও সোহানুর রহমান বিশাল নামে দুজনকে আটক করা হয়। মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।