মুন্সিগঞ্জে ৭৬ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৭৬ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল হোক টিটু প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্যে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তার দীর্ঘায়ু কামনায় দোয়া চান বক্তারা।
আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জিকেএস