সাতক্ষীরায় প্রীতি ম্যাচে জিতলেন মাসুরা, দেখলেন হাজারো দর্শক
সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরেছেন সাফ জয়ী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীন। বাড়ি ফিরেই বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল মাঠে এক প্রীতিম্যাচ খেলেন মাসুরা।
শ্যামনগর ফুটবল একাডেমি ও খুলনা ফুটবল একাডেমির মধ্যকার প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মাসুরার দল শ্যামনগর ফুটবল একাডেমি ৩-১ গোলে জয়লাভ করে।
খেলার মাঠে মাসুরাকে ফুলেল শুভেচ্ছা জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার হোসেন ও শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। এ সময় কয়েক হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। মাঠে জায়গা না হওয়ায় কেউ গাছে আবার কেউবা নির্মাণার্ধীন ভবনেও জটলা করেন।

খেলার আয়োজক জাতীয় পুরুষ ফুটবল দলের খেলোয়াড় আলমগীর কবির রানা জাগো নিউজকে বলেন, এ প্রথম শ্যামনগরে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। মেয়েদের খেলাধুলায় আকৃষ্ট করতে ম্যাচটির আয়োজন করা হয়েছে।
সাফজয়ী মাসুরা পারভিন ২০ দিনের ছুটিতে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় নিজ বাড়িতে এসেছেন। রোববার (২ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস