জামায়াত নেতা শাহজাহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ১১:২২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহনুর এ আদেশ দেন। মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২৫ মার্চ জামায়াতের হরতাল চলাকালীন নগরীর চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় টমটম চালক মো. মুসা হত্যা মামলার প্রধান আসামি তিনি। মামলায় বলা হয়, টমটম চালক মুসার শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে জামায়াতের পিকেটাররা।

এ ঘটনায় চান্দগাঁও থানার এএসআই মেহেদী হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মো. শাহজাহান চৌধুরীকে প্রধান আসামি করে আরো ১৫ জনের নাম উল্লেখ করা হয়।

বিস্ফোরক আইনের ৩/৬, দণ্ডবিধির ৪৩৫ ধারা ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই সজল কান্তি দে শাহজাহান চৌধুরীসহ মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করেন।

মঙ্গলবার অভিযোগ গঠনের জন্য মামলাটি মহানগর দায়রা জজ শাহনুরের আদালতে উপস্থাপন করা হয়। বর্তমানে জামিনে আছেন জামায়াতের এ নেতা।

জীবন মুছা/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।