এসএসসির হারিয়ে যাওয়া ৫০ খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার
যশোর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পৌর শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয়া যায়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন খাতাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে যায়।
বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
তিনি জানান, খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। সারারাত পাগলের মতো ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয়া যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জাগো নিউজকে বলেন, খাতা হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। উদ্ধার হওয়ার তথ্যও জানা নেই।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জাগো নিউজকে বলেন, খাতা হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক আমাদের জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার নিয়ম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
মিলন রহমান/এসজে/এএসএম