বাল্যবিবাহ বন্ধে শেরপুরে শপথ গ্রহণ
শেরপুরের কামাররের চর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। `বাল্যবিবাহ বিষয়ে জন অবহিতকরণ` শীর্ষক এক সভায় মঙ্গলবার এ শপথ করা হয়।
সভায় কামারের চরকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তোলার অঙ্কীকারে সবাইকে শপথ বাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র হুমায়ূন কবির রুমান, কামারের চরের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
হাকিম বাবুল/এফএ/এআরএ/এবিএস