মুন্সিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি
মুন্সিগঞ্জ পৌরসভার মুক্তারপুরে কোমল পানীয় বোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

সদর ট্রাফিকের ইনচার্জ বজলুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক মুন্সিগঞ্জ শহরের অভিমুখে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মুক্তারপুর এলাকার সেতুর কাছেই উল্টে যায়। এ সময় সড়কে থেমে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক যাত্রী মারা যান।
বজলুর রহমান আরও বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা করেছে।
আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস