পর্যটকবাহী বাসে চড়ে যশোর থেকে মোংলায় চলে এলো হনুমান
যশোর থেকে পর্যটকবাহী বাসে চড়ে মোংলায় চলে এসেছে একটি হনুমান। শনিবার (৮ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে হনুমানটি বাসের ছাদ থেকে নেমে মোংলা বন্দরের পিকনিক কর্নারে ঘোরাফেরা শুরু করে। সেখানে হনুমানটি দেখতে ভিড় করেন দর্শনার্থীসহ আশপাশের দোকানপাটের লোকজন ও পথচারীরা।
এদিকে হনুমানটি উদ্ধার করে যশোর ফেরত পাঠাতে বনবিভাগের পক্ষ থেকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।
আহসান হাবিব হাসান নামের স্থানীয় এক সংবাদকর্মী বলেন, ব্যবসায়িক কাজে শনিবার ভোরে বন্দর এলাকার পিকনিক কর্নারে যাই। দেখি যশোর থেকে আসা একটি পর্যটকবাহী বাস পিকনিক কর্নারে থামে। এরপরই ওই বাসের ছাদ থেকে লাফিয়ে নিচে নেমে আসে একটি হনুমান। তখন ওই হনুমানটিকে আমি কয়েকটি কলা কিনেও খাইয়েছি। তবে সুন্দরবন ভ্রমণে আসা ওই বাসটির পর্যটক, চালক ও হেলপারও জানতেন না গাড়ির ছাদে হনুমান ছিল।
তিনি আরও বলেন, হনুমানটি তার বিচরণ এলাকায় ফিরেয়ে দেওয়ার জন্য বনবিভাগকে জানিয়েছি। তারা এটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জাগো নিউজকে বলেন, যশোর থেকে একটি হনুমান মোংলায় চলে আসার খবর পেয়ে বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনাকে জানানো হয়েছে। তাদের দক্ষ কর্মীদের দিয়েই এটি উদ্ধার করে যথাস্থানে ফেরত পাঠানো হবে। কারণ এখানে থাকলে হনুমানটির ক্ষতির আশঙ্কা রয়েছে।
বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, আপাতত হনুমানটিকে লোকজন যাতে কোনোভাবেই বিরক্ত করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আমরা সেটি উদ্ধার করে তার আবাসস্থলে পাঠানোর ব্যবস্থা করছি।
আবু হোসাইন সুমন/এসজে/জেআইএম