নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৮ অক্টোবর ২০২২
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা (তজু) মারা গেছেন।

হামলার ৯ দিন পর শনিবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তার বড় ভাই ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সাইমন তজু।

পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণির স্মৃতি সৌধ এলাকায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আওয়াল তার কর্মী সমর্থক নিয়ে সুব্রত সাংমাকে মারধর করেন। রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে পৌরসভাস্থ শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে আবারো ১৫-২০ জন সন্ত্রাসী সুব্রত সাংমার গতিরোধ করে।

এ সময় তারা সুব্রত সাংমাকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার ঘটনায় সুব্রত সাংমার বোন কেয়া তজু বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর রাতেই দুর্গাপুর থানায় মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়। ওই মামলায় গত ৪ সেপ্টেম্বর নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে হাজির হলে বিচারক ১২ জন আসামির জামিন মঞ্জুর করেন।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।