মৃত ব্যক্তি হলেন বিএনপির সদস্য


প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩০ নভেম্বর ২০১৪

অবিশ্বাস্য হলেও সত্য শেরপুরে এক মৃত ব্যক্তিকে উপজেলা বিএনপির সদস্য পদ দেওয়া হয়েছে। শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান হয়েছে। মৃত এই মানুষটির নাম হাবিলউদ্দিন মাস্টার। তিনি উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনাটিকে অনেকেই ‘মরণোত্তর সদস্য’ বলে অভিহিত করছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল স্বাক্ষরিত নালিতাবাড়ী উপজেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটির ঘোষণার দেন। এ কমিটিকে সুপারিশ করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর পুত্র ফাহিম চৌধুরী। কমিটির ওই তালিকায় ফাহিম চৌধুরীর সুপারিশকৃত স্বাক্ষরও রয়েছে।

একজনকে আহ্বায়ক ও ১৪ জনকে যুগ্ম-আহ্বায়ক করে মোট ৯১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৮৪ নং সদস্য হিসেবে স্থান পেয়েছেন গত কয়েক বছর আগে মৃত হাবিলউদ্দিন মাস্টারের।

নেতাকর্মীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, কেবল এ ধরনের মরনোত্তর সদস্যই নয় কমিটিতে অনেক বিতর্কিত এবং নিষ্ত্রিয়দেরও সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে। আর বঞ্চিত করা হয়েছে ইউনিয়ন পর্যায়ে থাকা দলের অনেক ত্যাগী নেতাকর্মীদের।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূরুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির মরণোত্তর সদস্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসলে আহ্বায়ক কমিটি ঢাকায় বসে করা হয়েছে। নেতাদের পুরানা তালিকা দেখে ভুলক্রমে নামটি ঢুকানো হয়ে থাকতে পারে। বিষয়টি আমরা জেলা বিএনপি ও ফাহিম চৌধুরীকে অবহিত করেছি। পুর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বিষয়টি ঠিক হয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।