সাতক্ষীরা মেডিকেল কলেজ

হাসপাতালের লিফটে দুর্গন্ধ, ‍খুলতেই মিললো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৩৯ এএম, ১০ অক্টোবর ২০২২
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল/ছবি: সংগৃহীত

নিখোঁজের ছয়দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বন্ধ থাকা লিফট থেকে বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মণ্ডলের (৮২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) দুপুরে লিফট খুলে তার মরদহ উদ্ধার করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত এজাহার আলী মণ্ডলের ছেলে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, হাসপাতালের একটি পেসেন্ট লিফট (রোগীদের ব্যবহৃত) থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানার পর দুপুরে লিফটম্যানকে ডেকে এনে লিফটটি খোলা হয়। খুলতেই ভেতরে দেখা যায়, একটি মরদেহ পড়ে আছে। মরদেহের গায়ে যে পাঞ্জাবি ছিল, তাতে মুক্তিযোদ্ধার একটি স্টিকার লাগানো ছিল।

তিনি বলেন, খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছয়দিন ধরে সৈয়দ আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দুদিন আগে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে পরিবার।

এদিকে, ওই লিফটটি দীর্ঘদিন বন্ধ ছিল বলেও জানান হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায় তিনমাস ধরে ওই লিফট বন্ধ। চারতলায় লিফটের দরজা অল্প একটু ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি ওই ফাঁকা দিয়ে হয়তো লিফটে ঢুকে পড়েন। পরে আর বেরোতে পারেননি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তারাই ভালো বলতে পারবেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

অহসানুর রহমান রাজীব/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।