নীলফামারীতে সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীর কিশোরগঞ্জ অডিটোরিয়ামে খবর আলী (৩৫) নামের এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত খবর আলী কিশোরগঞ্জ উপজেলার মৌলভীরহাট গ্রামের বাচ্চা মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদরের তছলিম হোটেলের পিছনে একটি ভাড়া বাসায় থাকতেন।

গত ৭ ফেব্রুয়ারি রাত ১টার দিকে খবর আলী তার বাসার কাছেই মোখলেছুর হাজীর চাতালে জুয়া খেলার সময় পুলিশের একটি দল অভিযান চালালে সে ও অন্যান্যরা পালিয়ে যায়। তবে পুলিশ অভিযানের পর খবর আলীর আর কোনো খোঁজ পায়নি তার পরিবার।

স্বামী নিখোঁজ জানিয়ে গত মঙ্গলবার রাতে তার স্ত্রী পারভীন আক্তার থানায় একটি জিডিও করেন। এ অবস্থায় বুধবার সকালে খবর আলীর মরদেহ উপজেলা পরিষদের ডোরমেটরির ভেতর থেকে উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানান, মরদেহের সুরতহাল অনুযায়ী শরীরে বিভিন্নস্থানে আঘাতের ও গলায় শ্বাসরোধ করে হত্যার চিহৃ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।