৯ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ অক্টোবর ২০২২

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল বন্দর চালু হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থলবন্দর সূত্রে জানা যায়, দুর্গোউৎসব, সাপ্তাহিক ছুটি, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

৯ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

রাকিব আহমেদ জুয়েল বলেন, সোনাহাট স্থলবন্দর টানা ৯ দিন বন্ধ ছিল। এ সময় পণ্য খালাসসহ সব ধরনের কাজ বন্ধ ছিল। আজ থেকে বন্দরটির কার্যক্রম চালু হয়।

স্থলবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রহুল আমীন জাগো নিউজকে বলেন, সরকারি ছুটির কারণে স্থলবন্দরটি বন্ধ ছিল। আজ সকাল থেকে পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল দাপ্তরিক কাজ শুরু হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।