চলন্ত লঞ্চ থেকে মায়ের ঝাঁপ, বাঁচাতে লাফিয়ে পড়ে নিখোঁজ ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২২
লঞ্চ থেকে ঝাঁপ দেন মা-ছেলে

ছেলের বাগবিতণ্ডার জেরে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন মা। মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন ছেলেও। তবে মা জামিরুন বেগম সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে নাঈম (২১) এখনো নিখোঁজ।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের চর কিশোরগঞ্জ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাঈম শরীয়তপুরের সখীপুর থানার আক্তার হোসেনের ছেলে। তাকে উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ডের ডুবুরি দল। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মনিফ তকি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

চলন্ত লঞ্চ থেকে মায়ের ঝাঁপ, বাঁচাতে লাফিয়ে পড়ে নিখোঁজ ছেলে

কোস্ট গার্ড সূত্র জানায়, দুপুরে শরীয়তপুর থেকে ঢাকা সদরঘাটগামী এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ চর কিশোরগঞ্জ এলাকায় এলে জামিরুন বেগমের সঙ্গে ছেলে নাঈম হোসেনের পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মা রাগ করে চলন্ত লঞ্চ থেকে নদীতে লাফ দেন। মাকে বাঁচাতে ছেলেও লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। পরে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কোস্ট গার্ডের দুটি উদ্ধারকারী দল এবং একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধানে নামে। উদ্ধারকাজ চলমান।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।