ছিনতাইকারীকে চিনে ফেলায় জুয়েলকে ছুরিকাঘাতে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যবসায়ী জুয়েল হত্যার রহস্য উদঘাটন হয়েছে। ছিনতাইকারীকে চিনে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় লালচাঁন ও রুবেল নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী সোমবার (১০ অক্টোবর) রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার রাতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে লালচাঁন ও রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার খুনের বিস্তারিত তথ্য দিয়েছেন। তারা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় ঘুরছিলেন। প্রথমে এক ভ্যানচালকের কাছ থেকে ২০০ টাকা ছিনতাই করেন। পরে সকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলচালক জুয়েল ও তার সহযোগী সাদ্দাম হোসেনকে দাঁড় করান। তাদের কাছে মোবাইল ফোন ও টাকা দাবি করেন ছিনতাইকারীরা। পেছনে বসে সাদ্দাম হোসেন তার মোবাইল ফোন দিয়ে দূরে সরে যান। তবে জুয়েল তার কাছে থাকা মোবাইল ও মোটরসাইকেল না দিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে মুখে বেঁধে রাখা গামছা সরে গেলে পরিচিত ছিনতাইকারী লালচাঁনকে চিনে ফেলেন জুয়েল।
এসআই আরও বলেন, চিনে ফেলায় তার কানের কাছে ছুরি দিয়ে আঘাত করেন লালচাঁন। এতে তার মৃত্যু হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান ছিনতাইকারীরা। রুবেলের দেওয়া তথ্যমতে, তার বোনের বাড়ি নাচোল থেকে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। বিকেলে দুজনকে আদালতের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৫ অক্টোবর ভোরে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়ি এলাকায় ছুরিকাঘাতে জুয়েলকে হত্যা করে ছিনতাইকারীরা। তার সঙ্গে থাকা সাদ্দাম হোসেন নামে আরেকজন আহত হন। এ ঘটনায় জুয়েলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম