একঘণ্টার নির্বাচন কর্মকর্তা একাদশ শ্রেণির তাহসিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১১ অক্টোবর ২০২২

পটুয়াখালীতে একঘণ্টার জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছেন কলেজশিক্ষার্থী তাহসিন তাহা মনির।

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

Tahsin-(6)

তাহসিন তাহা শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

তাহসিন তাহা মনির।মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসে প্রতীকী দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

Tahsin-(6)

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আয়োজন করে এনসিটিএফ।

Tahsin-(6)

প্রতীকী এ দায়িত্ব হস্তান্তরের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, এনসিটিএফের জেলা সভাপতি একেএম ইমরান সালেহীন, ইয়েস বাংলাদেশের সভাপতি মো. হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।