বেনাপোল চেকপোস্টে যাত্রীর পেট থেকে সোনার ৪ বার উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২২

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় চার পিস সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পাসপোর্ট যাত্রী হলেন- শরিয়তপুরের পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪)।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, সোনা পাচারকারী সন্দেহে দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশিকালে ইমাম হোসেন জীবন স্বীকার করেন যে, তার পেটের ভেতর বিশেষ কায়দায় সোনা লুকানো আছে। পরবর্তীকালে এক্সরে করে ইমাম হোসেনের পেটের ভেতর চার পিস সোনার বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সোনার বারসহ আইনি প্রক্রিয়া নিতে জীবনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আর দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।