ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ। তিনি জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আবুল কালাম। সেখানে কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতাকে’ উল্লেখ করেছেন তিনি।
আবুল কালাম আজাদ নিজেই জাগো নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে চরম অসুস্থ। চলাফেরা করতে পারছি না। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি সবার দোয়াপ্রার্থী।’
আবুল কালাম আজাদসহ ২ নম্বর ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এখন থাকলেন দুজন। তারা হলেন বর্তমান সদস্য আবু জাফর সিদ্দিকী ও যুবলীগ নেতা আহসান হাবিব হাসান।
এন কে বি নয়ন/এসআর/এএসএম