ফরিদপুর-২ উপ-নির্বাচন
দুই স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে দুই স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) মনোনয়নপত্র বাছাইকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো: হুমায়ুন কবির এ আদেশ দেন।
মো. হুমায়ুন কবির জানান, মো. কামরুজ্জামান ও মো. আব্দুল কাদের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আলমগীর মিয়া ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
আগামী ৫ নভেম্বর ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সালথা, নগরকান্দা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। গত ৫ সেপ্টেম্বর সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস