সেবাগ্রহীতাদের হয়রানি, আদালতে ক্ষমা চাইলেন পাসপোর্ট কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২২

হলফনামার নামে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে ক্ষমা চেয়েছেন কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির হোসেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়ায় আদালতে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত মঙ্গলবার (১১ অক্টোবর) একই আদালত উপ-সহকারী পরিচালক কবির হোসেনকে শোকজ করে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছেন।

আদেশে বলা হয়, পাসপোর্ট অধিদপ্তরের প্রকাশিত পরিপত্র মোতাবেক জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্ট সংশোধন করতে হলফনামার প্রয়োজন নেই জানালেও উপ-সহকারী পরিচালক কবির হোসেন সেবাগ্রহীতাদের হয়রানির জন্য হলফনামা করার জন্য আদালতে পাঠান। এতে করে সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে আদালতের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

এমতাবস্থায় উপ-সহকারী পরিচালক কবির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হবে না মর্মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আদালত সূত্র জানায়, সকালে উপ-সহকারী পরিচালক কবির হোসেন কাঠগড়ায় দাঁড়ালে আদালত তার কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেন। সেবাগ্রহীতাদের হয়রানি না করার জন্য আদালত তাকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। পরিপত্রের বাইরে অহেতুক কাউকে হয়রানি করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আদালত বলেন, আগামী এক মাস পুরো বিষয়টি আদালত মনিটরিংয়ে রাখবে। এরপরও পাসপোর্ট অফিসে কোনো সেবাপ্রার্থী হয়রানির শিকার হয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাসপোর্ট অফিসে যেন কোনো দালাল থাকতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপ-সহকারী পরিচালক কবির হোসেনকে নির্দেশ দেন আদালত। পরে তার লিখিত ব্যাখ্যা গ্রহণ করে ক্ষমার আবেদন মঞ্জুর করেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।