মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৩ অক্টোবর ২০২২

মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কামরুল হাসান মাদারীপুরের নতুন শহর এলাকার মো. মুকীম হাওলাদারের ছেলে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, একাধিক মামালার ওয়ারেন্টভুক্ত আসামি কামরুল হাসানকে শহরের পুরান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হবে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায দিয়ে ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ মিথ্যা মামলা থেকে কামরুল হাসানকে অব্যাহতি না দেওয়া হলে দেশব্যাপী কর্মসূচি পালিত হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।