হাসপাতালের ৩০ চিকিৎসক ‘ভ্রমণে’, প্রতিবাদে স্মারকলিপি
সেমিনারের নামে যশোর জেনারেল হাসপাতালের ৩০ চিকিৎসক একযোগে কক্সবাজার ভ্রমণে যাওয়ার প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত কক্সবাজার ভ্রমণে যান যশোর জেনারেল হাসপাতালের ৩০ চিকিৎসক। সরকারি বিধিমালা লঙ্ঘন করে তারা দায়িত্বহীন, আইন ও মানবিক মূল্যবোধ পরিপন্থী কাজ করেছেন। ফলে চিকিৎসা সমস্যায় পড়ে রোগীরা ভোগান্তির শিকার ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়েছেন।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা তসলিম-উর-রহমান, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, সমাজতান্ত্রিক দলের জেলার অন্যতম নেতা আক্কাস আলী, নাজিম উদ্দিন, আমিনুর রহমান হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলন রহমান/আরএইচ/জিকেএস