ভূরুঙ্গামারীতে নদীর তীররক্ষা বাঁধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙন রোধ ও তীররক্ষা বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙনে শতশত বাড়িঘর ও ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেলেও ভাঙন রোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড। তাই দ্রুত ভাঙনরোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এসময় তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রইচ উদ্দীন বলেন, প্রতিবছর নদী ভাঙনের তিলাই ইউনিয়ন চর বটতলাসহ আশপাশের গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। হাজারো অভিযোগ দিয়েও পানি উন্নয়ন বোর্ড নীরব। তাদের এ উদাসীনতার কারণে ইউনিয়নের মানচিত্র থেকে বটতলা গ্রাম একদিন বিলীন হয়ে যাবে।
আরএইচ/এএসএম