মধুমতী নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০২২

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীতে ঐতিহ্যের নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষ ভিড় জমায়।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার রুদ্রবানা-চায়না মিলের সামনে এ প্রতিযোগিতা শুরু হয়।

বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. হারুন অর রশিদ বলেন, বাইচে ছোট-বড় সাতটি নৌকা অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে কালীসংকরপুরের কবির মোল্লা নৌকা, দ্বিতীয় হরেকৃষ্ণপুরের আতর মোল্লার নৌকা, তৃতীয় মহম্মদপুরের আতিক হাসানের নৌকা, চতুর্থ বানা গ্রামের নেছার শেখের নৌকা ও পঞ্চম স্থান অধিকার করে মাকড়াইলের মোজাম্মেল হোসেনের নৌকা।

এন কে বি নয়ন/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।