গোমস্তাপুরে পুলিশের উপর হামলায় মামলা, আসামি ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৬ অক্টোবর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে এ মামলা করেন।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের করা মাছ চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে স্থানীয়রা হামলা চালায়।

এ ঘটনায় এজাহার নামীয় ৩৯ ও ১০/১১ জনকে অজ্ঞাত করে উপ-পরিদর্শক ( এসআই) শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার আসামিদের ধরতে গেলে জেলেরা চার পুলিশ সদস্যের উপর হামলা চালায়।

সোহান মাহমুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।