কোটি টাকার কষ্টিপাথর জব্দ, বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১১ এএম, ১৭ অক্টোবর ২০২২

মাদারীপুরে আট কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ফরিদপুরের সদরপুর উপজেলার চরডোবাইল এলাকায় মোস্তফা খলিফার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি কষ্টিপাথর জব্দ করা হয়। ওই কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ সময় তার বাড়িতে থাকা আরও তিনটি নকল কষ্টিপাথর, কিছু মূল্যবান ধাতব মুদ্রা ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার ছেলে ইমরান খলিফার সম্পৃক্ততা থাকায় তাকেও আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের মূল্যবান এ প্রত্নতাত্ত্বিক সম্পদ কারবারির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

কোটি টাকার কষ্টিপাথর জব্দ, বাবা-ছেলে আটক

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, র‌্যাব দীর্ঘদিন ধরে দেশের প্রত্নতাত্ত্বিক ও মূল্যবান সম্পদ চোরাকারবারি চক্রের সন্ধান করে আসছে। তারই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।