বেনাপোলে জুতার মধ্যে মিললো ১০ সোনার বার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৭ অক্টোবর ২০২২

যশোরের বেনাপোলে ১০টি সোনার বারসহ অনিক কুমার বিশ্বাস (৩০) নামের একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। অনিক মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করে। এসময় পাচারকারী অনিককে আটক করে বেনাপোল ক্যাম্পে নিয়ে আসে বিজিবি। পরে তার পায়ের জুতার মধ্যে থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার মূল্য আনুমানিক ৯৩ লাখ ২০ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোনা পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।