ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাত
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন বেসরকারি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফারুক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫৪০ ভোট।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯ উপজেলার ৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ১১৮১ জন। ভোট দিয়েছেন ১১৬৭ জন।
এন কে বি নয়ন/এএইচ/জিকেএস