টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২২

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ভূতু হালদারের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হলে তার চিকিৎসা চলছিল। সোমবার দুপুরে তিনি চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জগলুল হালদার ভূতু জেলার অন্যতম বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। তিনি একাধিকবার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২১ বছর ও সাধারণ সম্পাদক হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। তার দুই ছেলে আরিফ হালদার ও লুৎফর হালদার খুকু উপজেলার যথাক্রমে দিঘীরপাড় ও কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া চেয়েছে শোকসন্তপ্ত পরিবার।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।