কারাগারে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৭ অক্টোবর ২০২২

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুই দফা শুনানি শেষে সোমবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

সোহরাব উদ্দিনের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, চিকিৎসার জন্য গত ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করেন সোহরাব উদ্দিন। এরমধ্যে গত ১০ অক্টোবর গাজীপুর জেলা বিএনপির একটি কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের করা মামলায় সোহরাব উদ্দিনকে ৬ নম্বর আসামি করা হয়। দেশে ফিরে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন। দুই দফা শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আইনজীবী আরও বলেন, ঘটনার সময় সোহরাব উদ্দিন বিদেশে ছিলেন। আদালতে মূল পাসপোর্ট দেখানো হলেও তার জামিন মেলেনি।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।