চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৮ অক্টোবর ২০২২
প্রচারণার অভিযোগে এই চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও খুলে প্রচারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শিবগঞ্জের বিশ্বনাথপুর আব্বাস বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. আমিনুল ইসলাম (২৫), মো. উলাদ আলী (৪২), ওয়াসিম আলী (২৬) ও আমিরুল ইসলাম (২৪)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষকে অধিক লাভের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ‘জোনাকী কল্যাণ’ নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে।

এ এনজিও’র মাধ্যমে গ্রাহকের জমানো টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই এনজিও’র মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

সোহান মাহমুদ/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।