মাগুরায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৮ অক্টোবর ২০২২

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আহম্মদ আলীর ছেলে ওয়াসিম (২৫) ও মাঝাইল গ্রামের আলতাফ মোল্যার ছেলে লিমন মোল্যা (২৫)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজ দুর্ঘটনান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীবাহী বাস ও চালকের নাম এখনো জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।