উল্টো পথে মোটরসাইকেল চালাতে গিয়ে গাড়িচাপায় যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গা গোলচত্ত্বরে উল্টো পথে মোটরসাইকেল চালাতে গিয়ে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম মো. নজরুল ইসলাম। তিনি শরীয়তপুরের পালং উপজেলার সুবিধারকান্দি গ্রামের বাসিন্দা।
মঙ্গলাবার (১৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গা গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা গোলচত্তরের উত্তর পাশে অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তিনি উল্টো পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পরে পুলিশ খবর পেলে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ভাঙ্গা গোলচত্ত্বর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার রাতে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শুধুমাত্র সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এন কে বি নয়ন/এমআইএইচএস/এমএস