নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৬ জনের জেল-জরিমানা
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ অক্টোবর) সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল এ রায় দেন।
এদের মধ্যে ১১ জনকে ১৫ দিনের কারাদণ্ড, একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। এ সময় ৮০ কেজি মা ইলিশ মাছ, ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা ইলিশ এতিমখানা বিতরণ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস