বিএনপির মহাসমাবেশকে ঘিরে যশোরে গ্রেফতার আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৯ অক্টোবর ২০২২

খুলনার মহাসমাবেশকে সামনে রেখে যশোরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। মহাসমাবেশে যোগ দিতে জেলা বিএনপি যশোর থেকে ৫০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার টার্গেটে মাঠে নামলেও শঙ্কায় রয়েছেন কর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২২ অক্টোবর খুলনায় বিএনপির মহাসমাবেশ। দলটির টার্গেট যশোর থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী পাশের জেলার এ সমাবেশে যোগ দেবেন। এ জন্য যশোরের বিভিন্ন হাট-বাজারে দলীয় নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির অভিযোগ, মহাসমাবেশ বাঁধাগ্রস্ত করতে অপকৌশল নিয়েছে সরকার। তারা দলীয় নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। গত দু’দিনে অভিযান চালিয়ে বিএনপি ঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির সমাবেশ বানচাল করতে পরিবহন বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমরা খুলনার সমাবেশে ৫০ হাজারের বেশি মানুষকে নিয়ে যেতে প্রস্তুতি নিয়েছি। মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের আটক করেছে। কিন্তু এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে গণগ্রেফতার চালাচ্ছে। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতংক তৈরি করার চেষ্টা চলছে বলেও তাদের অভিযোগ।

যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, একটা দলের বিভাগীয় সমাবেশ বানচাল করতে নানা ধরণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তুতিসভা করতে দিচ্ছে না, পরিবহন বন্ধ করে দিচ্ছে। আবার বিএনপির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেফতার করছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন বলেন, পুলিশ পরিকল্পিতভাবে কাউকে গ্রেফতার করছে না। যাদের বিরুদ্ধে ভাঙচুর বা অন্যান্য মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে।

মিলন রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।