আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২০ অক্টোবর ২০২২
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে ক্রেন উল্টে যাওয়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেল লাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আরও বলেন, পরে বেলা ১১টার দিকে রেল লাইনের ওপর থেকে দুর্ঘটনা কবলিত ক্রেন সরিয়ে নেওয়া হলে সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল স্বাভাবিক হয়।

আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।