যশোরে ক্রেনের আঘাতে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২০ অক্টোবর ২০২২

যশোরের অভয়নগরে ডিজিটাল ক্রেনের গ্রাফের আঘাতে নাঈম মোল্যা (২৫) নামের একজন ঘাটশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন আইয়ান-আইরিশ ঘাটে এমভি থ্রি ফ্রেন্ডস নামের জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম মোল্যা উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের আমতলা এলাকার শের আলী মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী এমভি থ্রি ফ্রেন্ডস জাহাজের সুকানি আনোয়ার হোসেন বলেন, ‘সকাল থেকে একটি ডিজিটাল ক্রেনের গ্রাফের মাধ্যমে জাহাজ থেকে ভুট্টা আনলোডের কাজ চলছিল। ঘাটশ্রমিক নাঈম জাহাজের ভেতরে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে ক্রেনের গ্রাফে ভুট্টা লোড করার সময় নাঈম মাথায় আঘাত পান। এ সময় ক্রেনের কাজ বন্ধ করে ঘাটের অন্যান্য শ্রমিকরা তাকে জাহাজের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে যান।’

নিহত নাঈমের মামা বাচ্চু মোড়ল বলেন, গুরুতর আহত নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ক্রেন চালকের ভুলের কারণে আমার ভাগ্নের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ক্রেনের গ্রাফের আঘাতে একজন ঘাটশ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।