রাজাপুর হাসপাতালে ৪দিন ধরে পানি সরবরাহ বন্ধ


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ঝালকাঠির ৫০ শয্যা বিশিষ্ট রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় চারদিন ধরে বন্ধ রয়েছে পানি সরবরাহ। এতে অপারেশন, ডেলিভারিসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। কবে নাগাদ পানি সরবরাহ চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

এ অবস্থায় প্রায় ভেঙে পড়েছে গোটা উপজেলার স্বাস্থ্যসেবা।

চিকিৎসকরা জানিয়েছেন, গত চারদিন আগে হাসপাতালের পাম্পমেশিন হঠাৎ করে বিকল হওয়ায় হাসপাতালে বন্ধ রয়েছে পানি সরবরাহ। এতে রোগী নার্সসহ চরম ভোগান্তিতে পড়েছেন ডাক্তাররাও। পানি সংকটে ছোটখাট অপারেশনসহ ডেলিভারি রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত অর্ধশতাধিক রোীও পড়েছেন চরম বিপাকে।

হাসপাতালে ভর্তিকৃত রোগী ও রোগীর স্বজনদের কষ্ট করে বাহির থেকে পানি টেনে এনে ব্যবহার করতে হয়। অসুখ সারাতে এসে ভোগান্তি মানতে না পেরে অনেকে আবার হাসপাতাল ছেড়ে চলে গেছেন বাড়িতে।

পাম্প পুড়ে যাওয়ায় তা মেরামত করতে ঢাকায় পাঠানো হয়েছে তাই কবে নাগাদ পানি সরবরাহ চালু হবে তা ঠিক করে জানাতে পারেননি হাসপাতালের এই আবাসিক চিকিৎসক। তবে বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহের প্রস্তাব করা হলেও স্বাস্থ্য প্রকৌশল বিভাগ তা গ্রাহ্য করছেনা বলে অভিযোগ তার।

আতিকুর রহমান/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।