ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আকবর আলী (৪৮) নামের এক হোটেলশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে শহরের ১ নম্বর রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী শহরের হাওলাদার পাড়ার মৃত আরঙ্গর আলীর ছেলে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, আকবর আলী নিজের ওষুধ কেনার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে শরীর থেকে তার দুটি পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর/এএসএম