বেনাপোলে ৯ রাউন্ড গুলিসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২১ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গুলিসহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবরে জানা যায় ভারত থেকে একটি অস্ত্রের চালান আসবে সেই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই গ্রামে গোপন অবস্থান নেয়। পাচারকারী রঘুনাথপুর বিওপির কাছে আসলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭.৬৫ এম এম পিস্তলের ৯টি গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।