ফরিদপুরে কুমিরের কামড়ে হাসপাতালে গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২২ অক্টোবর ২০২২

ফরিদপুরে পদ্মার চরে ফের কুমির আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে কুমিরের কামড়ে পারুলী বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছেন। বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি আছেন।

আহত পারুলী বেগম বলেন, ফজর নামাজের সময় আমার হাঁস-মুরগি ডাক চিৎকার করছিল। এখানে শেয়ালের উৎপাত আছে যেনে আমি ঘর থেকে বেরিয়ে হাঁস-মুরগি দেখতে যাই। আমার হাঁস-মুরগির ঘরটি জাল দিয়ে চারপাশে ঘেরা থাকে। সেই জালের মধ্যে কিছু একটা পেঁচানো দেখে আমি ছাড়ানোর চেষ্টা করি। এমন সময় জালের মধ্যে কুমির দেখে চিৎকার দেই। তখন কুমির আমাকে কামড় দিলে অজ্ঞান হয়ে যাই।’

পারুলী বেগমের স্বামী রাজ্জাক শেখ বলেন, ‘আমার স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখি উঠানে পারুলী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর কুমির পাশেই আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই বাঁশ দিয়ে কুমিরকে বাড়ি দিলে পাশের পুকুরে ঝাঁপ দেয়। এরপর আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। তার হাত ও পায়ে কামড়ের জখম আছে। তবে সে আশঙ্কামুক্ত।’

এর সত্যতা নিশ্চিত করে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক জাগো নিউজকে বলেন, এ ইউনিয়নটি পদ্মা বেষ্টিত চর অধ্যুষিত এলাকা। শনিবার ফজরের ওয়াক্তে উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে এ ঘটনা। এর আগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগ খুলনায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জেরে কর্মকর্তাদের জানানো হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।