টঙ্গীতে তীব্র যানজটে নাকাল যাত্রীরা
গাজীপুর মহানগরীর বোর্ডবাজার থেকে টঙ্গী আব্দুল্লাহপুর ব্রিজ পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। তিন ঘণ্টায়ও কোনো যানবাহন টঙ্গী ব্রিজ পার হতে পারছে না। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে এই যানজট শুরু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি লেন বন্ধ করে দিয়ে নির্মাণকাজ চলছে। যে কারণে ওই অংশে যানবাহন ধীরগতিতে চলছে। যানবাহনের দীর্ঘ সারি গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত চলে এসেছে। যানজট নিরসনের জন্য ট্রাফিক বিভাগের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বোর্ডবাজার এলাকার স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিল জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তিনি বলাকা পরিবহনের একটি বাসে ওঠেন। দুপুর আড়াইটায় তিনি আব্দুল্লাহপুর পার হতে পেরেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, এরকম তীব্র যানজটের কথা জানলে পায়ে হেঁটে যেতাম। এতে এক ঘণ্টায় এই রাস্তাটুকু পার হতে পারতাম।
উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নির্মাণকাজ চলা ওই অংশটুকু খুলে দেওয়া হয়েছে। এখন দ্রুত যানবাহনগুলো ঢাকার দিকে পার করে দেওয়া হচ্ছে।
আমিনুল ইসলাম/এসআর/এমএস