সড়ক আইন মেনে চলায় চালকদের শুভেচ্ছা জানালো ট্রাফিক পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২২ অক্টোবর ২০২২

আইন মেনে গাড়ি চালানোয় ফুল দিয়ে চালকদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, টঙ্গীসহ বিভিন্ন স্থানে পুলিশের ব্যতিক্রমী এ আয়োজন চোখে পড়ে।

jagonews24

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন বলেন, ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে। আইন মান্যকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আইন মেটে চললে যানজট যেমন কমে আসবে তেমনি দুর্ঘটনার হারও কমে আসবে।

jagonews24

চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলচালক সজিব হোসেন বলেন, সড়কে চলাচলের সময় টাফিক আইন মেনে চলাচলের চেষ্টা করি। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলাচল করা উচিত।

jagonews24

প্রাইভেটকারচালক সাইফুল ইসলাম বলেন, ট্রাফিক আইন অমান্য করলে যেমন জরিমানা করা হয়। আর আইন মেনে চললে ফুলের শুভেচ্ছা পাওয়া যায়। এটি একটি দৃষ্টান্ত। আইন মানতে সবাইকে সচেতন করতে এটি একটি ভালো উদ্যোগ।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।