‘অসুস্থ মাকে যে দেখতে আসেননি, মানুষের পাশে দাঁড়াবেন কীভাবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:১৫ পিএম, ২২ অক্টোবর ২০২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, অসুস্থ মাকে যে ছেলে দেখতে আসেননি, ছোট ভাইকে কবর পর্যন্ত দিতে যে আসেননি, তিনি কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবেন?

শনিবার (২২ অক্টোবর) শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, যাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র নেই, নিজেদের দলের মধ্যে যাদের কোনো নিয়মকানুন নেই, মা মৃত্যুমুখে জেনেও যে ছেলে (তারেক রহমান) দেখতে আসেননি, ছোট ভাইকে কবর পর্যন্ত দিতে যে আসেননি, তিনি কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবেন? তিনি আপনাদের বিপদে, বিদেশ থেকে আসবেন এ কথা পাগলেও বিশ্বাস করবে না। এটা কখনোই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না।

jagonews24

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির নেতা বানানো হয়েছিলেন। কিন্তু এরশাদ সাহেবের ভাই (জি এম কাদের) ভাবির সঙ্গে বেইমানি করেছেন। হঠাৎ করে চিঠি দিয়ে বলেন, ভাবির পোস্ট থাকবে না, ভাবিকে নেতা হিসেবে মানি না। যে ভাইয়ের কারণে জি এম কাদের সাহেব বারবার মন্ত্রী হয়েছেন। যে ভাইয়ের কারণে আপনি দলের নেতা হয়েছেন, আজকে সেই ভাইয়ের স্ত্রীকে আপনি মানেন না। তাই ভবিষ্যতে আপনি চেয়ার পেলে কী করবেন তা মানুষ বোঝেন।

চিফ হুইপ আরও বলেন, যিনি নিজের ভাবির সঙ্গে বেইমানি করতে পারেন তিনি বাংলাদেশের সঙ্গেও বেইমানি করতে পারেন। তাই যাদের নিজের দলের ওপর আস্থা নেই, নিজের পরিবারের ওপর আস্থা নেই তারা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।