মাদারীপুরে বাসচাপায় মা নিহত, ছেলেসহ আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০২২
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় লাকি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি বেগম একই উপজেলার আলমদস্তার গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোভ্যান যোগে উপজেলার টেকেরহাট বন্দর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন লাকি বেগম ও তার ছেলে সাজিদ মোল্লা (১৮)। পথে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই লাকি বেগম নিহত হন। সেইসঙ্গে তার ছেলে সাজিদ মোল্লা ও ভ্যানচালক শামীম শেখ গুরুতর আহত হন। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাসটি আটক করে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।