সুস্থ জাতি গঠনে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নেয়া উচিত


প্রকাশিত: ১০:১২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ সুস্থ জাতি গঠনে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর সচীন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।